Tuesday, January 5, 2021

অজুহাত




অজুহাত 
... ঋষি 
.
আমি সেখানে নেই জানি 
কবিতার ভাষারা ছন্নছাড়া, পা নেই, হাত নেই, নেই সময়
শুধু ভাবনা। 
পিতৃত্বের লাল ডেয়ো পিঁপড়ে 
চুরমার হৃদয় 
ভাবনার যৌথ পরিবারে সময়ের হাতে প্রাচীন ডাস্টার। 
.
নারী বর্ণনার হিসাব মিলছে না 
সুদুর দক্ষিন কিংবা উত্তরের মেরুযাত্রায় আমি বরফমাখা শরীর, 
বর্ণমালার ঘুম পাচ্ছে 
বর্ণমালায় বিদ্যাসাগর আজ ভাঙা মুর্তির প্রাপ্তিস্থলে, 
সময়ের লাশ 
রিমোট ভাবনায় ঘাস খাচ্ছে দেহাতী বাঁচা। 
.
আমি সেখানে নেই জানি 
তবু আত্মার হত্যা মহা পাপ 
আর আত্মহত্যা মুলতো ট্যাবলেটে কিংবা প্যারাসিটেমনে নষ্ট হৃদয়। 
তোমার ছাদে হলুদ শাড়ী রক্তল্পতায় ভুগছে 
আমি ভুগছি মনের রক্তল্পতায় 
শুধু ভাবনায়। 
কার ঘরে মোমবাতি জ্বলছে, 
মোমবাতি জ্বালিয়ে  কাউকে পুড়িয়ে দেওয়া যায় 
কেউ শুনেছে? 
কেউ জেনেছে কারোর হরিণের চোখে কারোর মৃত্যু হয়। 
অধিকার শব্দটার সমার্থক খুঁজতে আজকাল অজুহাত লাগে 
অজুহাত লাগে কারোর উপস্থিতি 
সময়ের দরজায় ব্যাকরণ ছাড়া ভাবতে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...