Wednesday, January 20, 2021

অদৃশ্য মুহুর্ত



অদৃশ্য মুহুর্ত 
.. ঋষি 
বস্তা বন্দী জীবন
হঠাৎ ফিরে আসা তোর চিলেকোঠায় মুহুর্তের ছায়াছবি,
ড্রপসিনে দেখা যাচ্ছে 
বাড়ি ফেরা সন্ধ্যের পাখিগুলো আজ দিকভ্রান্ত, 
সহচর জীবনী এই শহরের পাতায় 
গভীর অস্থিরতায়। 
.
সব কিছু খুলে ফেলা যায় 
সময়ের আসবাব ছড়ানো সন্ধ্যের শাঁখের বদলা, 
ঈশ্বর  জাত সমস্ত 
শখের নকশা বিছানো প্রিম্যাচিওর আলাপচারিতা, 
আজ আবার ব্যস্ততা  লিখে দিলো 
ঈশ্বরের শেষ প্রচেষ্টায় তোর আকাশের ছাদে। 
.
দিকভ্রান্ত দিন 
চুমুর কবিতায় আজকাল সংগম জানোয়ার হয়ে যায়, 
আসলে মানুষ মাত্র তৃষ্ণার্ত
এ  কবিতায় কিছু কষ্ট শহরের প্রতীক্ষায় ভিখারি 
দৃষ্টি নিন্দুকরা বলে 
ভিখারীর আবার হাজতবাস।
এই শহর যেখানে বন্দীশালা
এই আকাশ যেখানে ইট, কাঠ, পাথরের তৈরী কিছু ইচ্ছা
সেখানে আমার মত কিছু ভিখারী ফুটপাথে দাঁড়িয়ে 
স্বপ্ন খোঁজে বাবুইপাখির জোনাকিতে, 
সন্ধ্যেগুলো মৃত নগরীর ক্যানভাসে ফুটিয়ে তোলে দৃশ্য
আর কিছু অদৃশ্য  মুহুর্ত। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...