কিছুটা জন্মের জন্য তুলে রাখা খেলনাবাটি
কিছুটা মৃত্যুর জন্য তুলে রাখা খেলা ঘর,
সময় এঁটো করে যায়
বাইরের স্বভাব আর ভিতরের আয়না
বাকিটা নিরুপায়
সময় বদলানো যায় না।
... ঋষি
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
No comments:
Post a Comment