Tuesday, January 19, 2021

খেলনাবাটি

 


কিছুটা জন্মের জন্য তুলে রাখা খেলনাবাটি 

কিছুটা মৃত্যুর জন্য তুলে রাখা খেলা ঘর, 

সময় এঁটো করে যায় 

বাইরের স্বভাব আর ভিতরের আয়না 

বাকিটা নিরুপায় 

সময় বদলানো যায় না। 


... ঋষি 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...