কিছুটা জন্মের জন্য তুলে রাখা খেলনাবাটি
কিছুটা মৃত্যুর জন্য তুলে রাখা খেলা ঘর,
সময় এঁটো করে যায়
বাইরের স্বভাব আর ভিতরের আয়না
বাকিটা নিরুপায়
সময় বদলানো যায় না।
... ঋষি
একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...
No comments:
Post a Comment