Reality is, after all, too big for our frail understanding to fully comprehend.
.......... Subhas Chandra Bose
যখন রক্তমুখো সমাজ ধ্বনি তোলে
যখন বুকের বারান্দায় একলা দাঁড়িয়ে বারুদের স্তূপ অপেক্ষায় ,
ঠিক তখনি
বিকেল ফুরিয়ে দুপুরের রৌদ্রে মানুষ উঠে দাঁড়ায়
উঠে দাঁড়ায় বিপ্লব গভীর নিঃশ্বাসে
আমি তখন ভাবতে বসি তোমায়।
.
এগিয়ে আসা মিছিলে ছায়ার মতো এগিয়ে আসো তিমি মানুষের জন্য
রক্তমঞ্চের বেদিতে একলার একজন জন্মের চিৎকারে শুনি
শুধু মানুষ ,
আমি বুঝি বসন্ত আসছে
পলাশ বলে ছেলেটার রক্ত এই কলকাতার ফুটপাথে ছড়িয়ে
এইবার বোধহয় রুখে দাঁড়াবার সময়।
.
একলা দিনে
যখন লাল ফৌজ দিল্লির ব্যারিকেট দাঁড়িয়ে মিথ্যে ফাঁকা আওয়াজ করে
কিংবা
সময়ের প্রগতি মানুষের দৈন্দিন রক্তাক্ত করে
রক্তাক্ত করে বাজারের কালো দাম ,পেট্রোলের দাম বৃদ্ধি
গৃহস্থের রান্নাঘরে কমতে থাকা ভাঁড়ার
আর বিপন্ন আগামী শৈশব ,
তখন ঠিক মনে পরে তোমায়
তোমার বজ্রকণ্ঠে শুনতে পাই কদম কদম বারাহে যা।
আমার ভিতর শোরগোল
একজন মহামানবের কণ্ঠস্বর 'You give me blood I will give you freedom' ।
তথাস্তু মানুষ
জেগে ওঠো আবার
জেগে ওঠো বারুদ বুকে
বারুদের স্তূপে পুড়িয়ে ফেলো মিথ্যে গনতন্ত্র
নষ্ট হোক বর্ণ বিদ্বেষ ,নষ্ট হোক ধর্মের হানাহানি
শুধু মানুষ বাঁচুক
বাঁচুক সময় আগামী সভ্যতায় আবারো নতুন সন্তানদের জন্য।
No comments:
Post a Comment