বর্ণমালা ও পরকীয়া
... ঋষি
১
.
সময় লিখতে গেলে রাতের অন্ধকারে জোনাকি ঘোরে
পরস্ত্রী প্রেমিকা হলে বর্ণমালা হয়ে যায়
যাকে উচ্চস্বরে পড়া যায় না সামাজিক উচ্চারণে
কবিতায় যন্ত্রণা বেড়ে যায়।
.
২
.
মহান কবি পরকীয়া কাকে বলে ?
পরকীয়া একটা সবুজ অরণ্য যেখানে চিৎকার বৃষ্টি
ভিজে মাটিতে শুধু কেঁচোদের বাস
আর প্রেমিকার গর্ভাশয়ে লুকোনো আদিম অন্ধকার।
.
৩
.
মৃত্যুর আগে হঠাৎ অন্ধকার নদীতে দেখি ঈশ্বরকোনা
আমি কালো আফিমের নেশা বুদ্ এক নাগরিক
এই শহর ভালোবাসা লিখতে চাইলেও
কিন্তু ভালোবাসার বাড়িগুলো বড়ো অন্ধকারে চিরকাল।
.
৪
.
থেঁতলে যাওয়া মরুভূমি যদি হস্তমৈথুনের নালিশ করে
মরুভূমিতে জন্মানো ওয়েসিস ,
সব বর্ণরা বর্ণমালায় আমার প্রেমিকার নাম
আর প্রেমিকা আমার সামাজিক না কোনযুগেই ।
.
৫
.
বেবাগ উৎসবের শহর আমার সামাজিকতা
অথচ বিছানায় বেবাগ উলঙ্গ দুটো চোখ সারারাত জেগে
তারপর বর্ণমালারা জন্ম নিতে চায় তোমার গর্ভাশয়ে
আমার শব্দের সংসারে জঙ্গলের কবিতা।
.
৬
.
গলায় মাফলার জড়িয়ে মধ্যাহ্নে নেমে পড়ি পুরোনো পুকুরে
তাকিয়ে দেখি আমার পাশে চান করছে শালিখ পাখি ,
পুকুর পাড়ে বাজেদের হুক খুলে যায়
আমি তাকাতে পারি জলে ডুবে মরে যাই।
.
৭
.
দিন শেষে পবিত্র পপির মতো পরস্ত্রী আগলাতে নেই
তবে বেবাগী জীবন পরজন্মে রাধা ,
আমি স্থবিরতা খুঁজি আমার বর্ণমালার প্রেমে
ভালোবাসা শব্দটার শান্তি ছিল না কোনোদিনই।
No comments:
Post a Comment