Saturday, January 9, 2021

oslil

অশ্লীল  
.. ঋষি 
.
হারিয়ে যাওয়ার কথা শুনি 
পথ চলতি গাইতি - শাবল দিয়ে তুলে নেবো ভদ্রলোকের মেয়েছেলে, 
সমাজ শব্দটা অনেকটা নেওয়ারিশ লাশ টানার মতো 
অথচ কথায় খোলে মায়া মানুষের শায়ার দড়ি, 
জোর করেও খোলে, খোলে আদরে
তবুও মানুষ চটকে সাজানো নাটক শুধু মাছ ঢাকা নগ্নতা। 
.
জানি পাঠক বুঝছে পাগলা মাল 
আমি বুঝছি বিলোতে বিলোতে মরা কুকুর টেনে নিয়ে যায় ডোম 
বুক আগলে শব্দটা আসে সারমেয়, 
সমাজ শব্দটা চলন্তিকার মতো কবিতার কারণ
কিংবা কারণে কবিতা 
গাঁ, মাঠ এক করে উত্থিত শিশ্নে সুখ শুয়ে। 
.
হারিয়ে যাওয়ার কথা শুনি 
সময়ের মতো অসময়ে বিয়োনো চলন্তিকার জন্ম, 
আগুনে মোম পড়ে
উঠে দাঁড়ায় মোমবাতি, 
বাপ ঠাকুরদার মৃত মুখে আমার একশো আটান্ন পিঠ
উনত্রিশটা মোমবাতি। 
দিন দিন ফুরিয়ে গিয়ে বেড়ে চলেছে শীতের বেলা 
দিন দিন ছেলেটা, ইটের ভাংগা স্থুপ, শহর, 
চলন্তিকা কাঠের গল্প শোন 
পুতুল নয়, বই নয়, বোমা রাখো তোমার শান্তিনিকেতনি কন্ঠে 
কারন নিয়ে সৃষ্টি। 
এই শহরে বেশ্যার শরীরে বাড়তে থাকা পুঁজ, রক্ত 
অশ্লীল  হাসি 
এতক্ষন জানো তো প্লুটোকে পৃথিবীতে পুঁতে দিয়েছে সমাজ 
আর আমার কবরের পাশে চিহ্নিত তোমার যোনি। 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...