মৃত্যুর বিস্ময়
... ঋষি
কাকে তুমি ভালোবাসো সবচেয়ে বেশি?
জন্ম মানবী
তোমার বাবা?
তোমার মা, তোমার বোন অথবা তোমার ভাই?
.
আমি মৃত্যুর পুজারী
অহল্লা সভ্যতায় ভীতু মানুষের ভীড়ে
আমি লিখে রাখছি আগুন, যদি কোন দিন সত্যি মানুষ জাগে
তবে বারুদের স্থুপে আমি মৃত্যু লিখতে পারি।
.
না আমার বাবা, মা, বোন, ভাই কেউ নেই
আমি কারো বন্ধু না,
কেউ আমার বন্ধু হতে চাই নি কোনদিন
শুধু আমার শব্দরা আমাকে একলা করে শুধু তোমার মুহুর্তে।
.
এখন তুমি এমন এক শব্দ ব্যবহার করছো যার অর্থ আমি জানি
আবার জানি না
তোমার দেশ?’
আমি জানি অক্ষাংশের বিচারে আমি নাতিশীতোষ্ণ।
.
সৌন্দর্য?
তুমি সুন্দর আমি শেয়াল আমার কি।
‘আমি আনন্দে তাকে ভালোবাসতে পারতাম বারংবার
দেবী আর অমরত্ব।
.
ঘৃণা?
আমি যেমন ঈশ্বরকে করি প্রকাশ্য মাঝরাস্তায় মিথ্যা বলতে।
‘আচ্ছা, তাহলে কী তুমি ভালোবাসো, সময়ের আগন্তুক?’
সন্তানের মেঘে ঠোঁট রাখো
তারপর বলো আমি মৃত্যুর বিস্ময়।
No comments:
Post a Comment