Sunday, January 17, 2021

মৃত্যুর বিস্ময়



মৃত্যুর বিস্ময় 
... ঋষি 

কাকে তুমি ভালোবাসো সবচেয়ে বেশি? 
জন্ম মানবী
 তোমার বাবা?
তোমার মা, তোমার বোন অথবা তোমার ভাই?
.
আমি মৃত্যুর পুজারী
অহল্লা সভ্যতায় ভীতু মানুষের ভীড়ে 
আমি লিখে রাখছি আগুন, যদি কোন দিন সত্যি মানুষ জাগে
তবে বারুদের স্থুপে আমি মৃত্যু লিখতে পারি। 
.
না আমার বাবা,  মা, বোন,  ভাই কেউ নেই 
আমি কারো বন্ধু না, 
কেউ আমার বন্ধু হতে চাই নি কোনদিন 
শুধু আমার শব্দরা আমাকে একলা করে শুধু তোমার মুহুর্তে। 
.
এখন তুমি এমন এক শব্দ ব্যবহার করছো যার অর্থ আমি জানি 
আবার জানি না
তোমার দেশ?’
আমি জানি অক্ষাংশের বিচারে আমি নাতিশীতোষ্ণ। 
.
সৌন্দর্য? 
তুমি সুন্দর আমি শেয়াল আমার কি। 
‘আমি আনন্দে তাকে ভালোবাসতে পারতাম বারংবার
দেবী আর অমরত্ব।
.
ঘৃণা? 
আমি যেমন ঈশ্বরকে করি প্রকাশ্য মাঝরাস্তায় মিথ্যা বলতে। 
‘আচ্ছা, তাহলে কী তুমি ভালোবাসো, সময়ের আগন্তুক?’
সন্তানের মেঘে ঠোঁট রাখো 
তারপর বলো আমি মৃত্যুর বিস্ময়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...