Sunday, January 17, 2021

চ ল ন্তি কা আর ভাবনা



চ ল ন্তি কা আর ভাবনা
...ঋষি 
শব্দ চেয়েছি তাই খুঁড়েছি শব্দদের 
৷৷৷৷৷৷৷৷৷৷ চ ল ন্তি কা, 
বরফ আর রক্তের জন্য নির্বাসন 
৷৷৷৷৷৷৷৷৷৷ চ ল ন্তি কা। 
আসবাব আর আয়নার জন্য অণু, পরমাণু পার্থিব 
৷৷৷৷৷৷৷৷৷   চলন্তিকা
শব্দের আঙিনায় আমার খোলা দরজা। 
.
সত্যি তোর বিপদ হলো ঘোড়ার মতো 
দৌড়ে  সুখ, 
আর আমার বুকের ভিতর দেড় ইঞ্চি পেড়েক 
একলা জেরুজালেম। 
.
আবর্জনা জীবন, সাজানো যৌতুকে শিল্প 
ভাবনার ভীড়
মৃত ভারতবর্ষ, 
যতক্ষন না ভাবনার মৃত্যু ঘটে কবিরা আসবে আগুন নিয়ে
মানুষের বুক পূড়বে কিনা জানি না
তবে মানুষের বরফ শরীরে যন্ত্রনা লেখা থাকবে। 
.
নিস্তব্ধে একটা ঘর গড়তে চেয়েছিলাম 
৷৷৷৷৷৷৷৷৷৷  চ ল ন্তি কা,
ভাবনারা জানুয়ারী  পেড়িয়ে, ফ্রব্রুয়ারীর দিকে চলেছে
৷৷৷৷৷৷৷৷৷  চ ল ন্তি কা
তুমি যা ভেবেছিলে আমি সেই মৃত পুরুষের আত্মায় 
৷৷৷৷৷৷৷৷৷  চলন্তিকা
আর ভাবনায় অসহায় মানুষের  আর্তি।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...