Thursday, January 7, 2021

সুড়সুড়ি



 সুড়সুড়ি 

... ঋষি 


এতো মৃত্যুভয় কেন মানুষের ? 

কই তোমার আখরোট ঠোঁটে চলন্তিকা আমি তো কখনো মৃত্যু পাই নি 

শুধু পেয়েছি মৃত্যুর দিকে যাওয়া। 

ভোগ শেষ হয় না 

হনহন করে ধর্ম  হেঁটে চলে যায় ধর্মতলার সেই ফুটপাথ রমণীর ছেঁড়া ব্লাউজে 

মানুষগুলো পুরোহিত সব ,ধর্মের উপদেষ্টা 

বিধান দেন 

পিটিয়ে মারা হোক নিরীহ আদিবাসী ছেলেটাকে ভালোবাসার দায়ে। 

.

গতরাত থেকে তুমি কেমন যেন অন্যমনস্ক 

অন্যমনস্ক তোমার বুকে সেলাই করা আমার আমির গল্পগুলো ,

আমি প্রজাপতি খুঁজছি 

অথচ বারংবার গিয়ে দাঁড়াচ্ছি জেব্রাক্রসিংএর পাশে 

রাস্তার ওপাশে তুমি তখন সময়ের ঘড়ি 

মাঝখানে দাঁড়িয়ে পুরোহিত মন্ত্র বলছে তোমার সিঁদুরের। 

.

সিঁদুরের ভেতর থেকে জন্ম নিচ্ছে বিছানার চাদর 

তোমার শরীরে রেখে যাচ্ছে তৈলাক্ত কিছু হরহরে স্মৃতি, 

স্মৃতি সরছে না 

শুধু সিঁদুরের ব্লেড কাটা পড়ছে হাজারো জীবানন্দ অন্যমনস্কতায়। 

হাফপ্যান্ট পরে জীবন দাঁড়িয়ে 

তোমার পুরোনো ফোটোফ্রেমের সেই কালিদাসের পাশে 

বেয়াদপ সময় 

বাঁচার লোমে সুড়সুড়ি 

জানো তো চলন্তিকার বেশ্যারও মার্কেট খারাপ এই অসুখের দিনে। 

এতো মৃত্যুভয় কেন মানুষের ? 

ঘুমিয়ে যাওয়ার পর কে আর উত্তর দিতে চায়  

সবাই চায়, 

অসুখ সারুক

সুদিন আসুক 

অথচ সময় সেলাই মেশিনে নিয়ম সেলাই করে

বাঁচার নিয়ম। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...