Sunday, August 31, 2014

RISCHI@GMAIL.COM

দৈনন্দিন ভূমিকায়
............. ঋষি

সবাইকে ভালো লাগাতে গিয়ে
নিজের ভালোলাগাটুকু মৃত্যুর ছাইয়ে।
একই চর্বিত চরণে হৃদয়ের জোকার
এখন ঘুমিয়ে পরেছে।
ভুলে গেছে মানে
ভুলে গেছে  হাসি ,কান্না ,জীবন রঙ্গমঞ্চ।

অত্যাধিক চাপ আর তাপ দুটোকে প্রশ্নচিন্হ করে
গলায় ঝুলিয়ে ঘোরা ,মেডেল সব মেডেল।
আর মুখোশের আড়ালে লোকানো মুখগুলো
জীবন্ত মডেল ভূমিকায় সিরিয়ালের অগ্রগামী চরিত্রে।
নকল হাসিকান্নার কপট ছলে
মানুষ ভোলাচ্ছে,নিজেকে ভোলাচ্ছে,আমাকেও।
সবাই ভালো থাকছে। ভালো থাকায়
আমি বাঁচছি অভিধানিক নাটকে।

সবাইকে ভালো লাগাতে গিয়ে
নিজের  অস্তিত্বের আয়নায় জোকার হাসছে,
আমার হৃদয়ের তারে জলতরঙ্গ বাজছে।
নিস্তব্ধ জীবনের পথে
রিমিঝিম রিমঝিম বৃষ্টি
রিমঝিম রিমঝিম নোনতা স্বাদ গড়িয়ে ঠোঁটে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...