Sunday, August 31, 2014

RISCHI@GMAIL.COM

দৈনন্দিন ভূমিকায়
............. ঋষি

সবাইকে ভালো লাগাতে গিয়ে
নিজের ভালোলাগাটুকু মৃত্যুর ছাইয়ে।
একই চর্বিত চরণে হৃদয়ের জোকার
এখন ঘুমিয়ে পরেছে।
ভুলে গেছে মানে
ভুলে গেছে  হাসি ,কান্না ,জীবন রঙ্গমঞ্চ।

অত্যাধিক চাপ আর তাপ দুটোকে প্রশ্নচিন্হ করে
গলায় ঝুলিয়ে ঘোরা ,মেডেল সব মেডেল।
আর মুখোশের আড়ালে লোকানো মুখগুলো
জীবন্ত মডেল ভূমিকায় সিরিয়ালের অগ্রগামী চরিত্রে।
নকল হাসিকান্নার কপট ছলে
মানুষ ভোলাচ্ছে,নিজেকে ভোলাচ্ছে,আমাকেও।
সবাই ভালো থাকছে। ভালো থাকায়
আমি বাঁচছি অভিধানিক নাটকে।

সবাইকে ভালো লাগাতে গিয়ে
নিজের  অস্তিত্বের আয়নায় জোকার হাসছে,
আমার হৃদয়ের তারে জলতরঙ্গ বাজছে।
নিস্তব্ধ জীবনের পথে
রিমিঝিম রিমঝিম বৃষ্টি
রিমঝিম রিমঝিম নোনতা স্বাদ গড়িয়ে ঠোঁটে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...