Thursday, August 7, 2014

RISHI026@GMAIL.COM

আমারি বাংলা ভাষা
.......... ঋষি

ধুতি ,পাঞ্জাবি গৌরব বাঙালি বাবু
আজকের স্যান্ডউইচে কফি কাপে চুমুক।
বদল রিমেকের বাংলা গানে
কি  বেশ আরেকটু সংস্কৃতি নামুক।
ইংলিশ মিডিয়াম ,ইংলিশ স্পিকিং
শিশু সব বাংলা বই পড়া কমুক।

কমছে তো আমাদের গৌরব
কমছে তো সংস্কৃতি চিত্তে বাংলা ভাজা।
ঠিক যেন মাছ ভাজা
চিবিয়ে চুষে ছিবড়ে কাঁটা
আমারি বাংলা ভাষা।
রোজকার কাব্য লিখি শুরু থেকে সুপ্রভাত নয়
বড্ড মেকি ওটা গুডমর্নিং হবে।

বলতে হয় বাঙালি তাই
চলতে হয় সাথে বাঙালি তাই।
মায়ের ভাষা বাংলা তাই
কিন্তু মনের ভিতর
আল্ট্রা মডার্ন ছোটো মিনিস্কার্ট।
বিশাল গাড়ি ছোটো ইচ্ছা
কিন্তু বাংলা কোথায় ?

ধুতি ,পাঞ্জাবি গৌরব বাঙালি বাবু
হারিয়ে যাওয়া দিনের বিপ্লব।
বাংলা এমন হয় না
বাংলা রক্তে ,বাংলা স্বার্থে।
কারণ আমি বাঙালি
আর বাংলা আমার মায়ের নাম। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...