Saturday, August 9, 2014

RISHI026@GMAIL.COM

স্ট্যান্ডার্ড এমন হয়
............ ঋষি

কি যেন এক রুপকথা লেখা হলো
ফুলফার্নিস্ড ২০০০ স্কয়ারফিটে চরিত্রে ,
উপরে তাকিয়ে দেখি
সদ্য পাটভাঙ্গা কিশোরীর সাদা স্বপ্নিল উরু।
আর বুকে উড়ছে সপ্নের সাদা উষ্ণতা
বড্ড দর্শনীয় মিউজিয়াম
বাপরে স্ট্যান্ডার্ড এমন হয়।

লিফটের বা দিকে দেওয়াল ঘেঁষে
এক কপোতকপতি জড়িয়ে বিছানায়।
আলাদা করে বোঝা যায় না
কি ভাবে বলবো দিনের হায়ায়।
হয় হয়ে যায়
এই তো স্ট্যান্ডার্ড উন্মোচিত লজ্জায়।

আরেকটু নামী নিচে
২০০০ স্কয়ারফিটে চরিত্রের লেখা দাগগুলো।
আজকের দিনটাতে আর তাকাবো না
হয় না চোখ চলে যায় ,জ্বলে যায়।
তবু মেনে নিতে হয়
সোনালী আলোয় এগিয়ে যাওয়া চোখের পর্দায়
আরেকটা দিন লজ্জার প্রতিক্ষায়। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...