Sunday, August 3, 2014

RISHI026@GMAIL.COM

এই বেঁচে থাকা
............... ঋষি

পালাবো কোথায়
আমার কোনো দেশ নেই ,নেই ঘর।
যেটুকু আছে তা তো শুধু
একটু চোখের জল।

জীবন থেকে যন্ত্রণা চিবোতে চিবোতে
দুচার মুহুর্তের এই কোলাহল।
ফুরিয়ে যাওয়া ,মিশে যাওয়া মাটির সাথে
আবার একটু হাসতে থাকা।
প্রেম লুটিয়ে পরা সময়ের সাথে
আমি চাই নি ,চাই নি অনেক কিছু।
কিন্তু চেয়েছি শুধু স্পর্শ আর স্মৃতিটুকু
আর অদৃষ্টের এই হলাহল।

কি জানি কোথায় আটকানো তারা ওই দূর আকাশে
তোর বাড়ির পাশে ব্যস্ত শহর আর ক্লান্ত নগরী।
বিশ্বাস কর  আমি ক্লান্ত
আমার বন্দীত জীবনে ক্ষুদ্র কাহিনী।
বিশ্বাস কর আমি ধ্বংস
অচলধারার এই মায়াপথ ,শুধু বেঁচে থাকা।
আর কিছু নয়
শুধু এগিয়ে যাওয়া এক পা ,দু পা মৃত্যুর সাথে।

পালাবো কোথায়
বেশ তো আছি ,পৃথিবীর পথে।
আর যাকিছু তা
এই বেঁচে থাকা সময়ের সাথে। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...