Friday, August 22, 2014

rishi026@gmail.com

অন্তত একবার
............. ঋষি

জীবন থেকে চলে যাবার আগে
তোমার বাড়ির স্টেসনে একবার আসবো।
তোমার দরজায় দাঁড়াবে ট্রেন
বারংবার হর্ন দেবে ,যেমন দিয়ে এসেছে চিরকাল।
কিন্তু একবার তোমার দরজায় পা রাখবো
একবার অন্তত একবার আমি দেখবো তোমায়।

যেদিন সন্ধ্যে নামে নি
আমার শহরের কোনো অখ্যাত গলিতে রিমেক বার।
ঘুমঘোরে চিত্কার চলিকে পিছে কেয়া হ্যা,চলিকে পিছে
আমার হাতে রুপোলি পেগ।
দুচার ঠোঁটের তোমার কবিতায়
আমি একবার তোমাকে স্পর্শ করবো।

আমি হাসবো ঠিক দেবদাসের মতো
নেহাত শরত্চন্দ্র নেই তাই লিখবে না কেউ।
আমার বুকের কোনো গভীর যন্ত্রণা
যন্ত্রণার নদীতে তোমার মুখটা।
আমি দেখবো অন্য কোনো গলিতে, তোমার নেশায়
মাতাল দেবদাস আমি।

জীবন থেকে চলে যাবার আগে
তোমার বাড়ির উঠোনে আমার উদ্দাম প্রেম সোনালী ফসল।
যেমন ফলেছিল আজ থেকে বাইশ বছর আগে
ঠিক এই মাটিতে ,তোমার বুকে।
আমি আবার বুনবো আমার রুপোলি ফসল
তোমার  শরীরে আমার প্রেমের রঙে।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...