Saturday, August 30, 2014

rishi026@gmail.com


সময়ের ঈশ্বর
............. ঋষি

অযথা ঝক্কি বাড়িয়ে লাফ নেই
চারতলার রেলিং-এ ধরে হাঁটাটা বেলাল্লাপনা
নেহাত উল্লুকেও জানে জন্মালে মরতে হবে।
চারতলা,পাঁচতোলা বাসস্থানের
কোথায় নিজের অবস্থান জানা দরকার
ঠিক যেমন সময় আর তার দামের।

নিচের তলার সেই ছোটো মেয়েটা থাকে
যার হাতের গ্রাফাইটে সাদাপাতায়  লেখা হয় ঈশ্বরের রিং।
কল্পনার আকাশে সেই মেয়েটা যুবতী হয়
নিজের বুকের কাপড় ,শরীর ঢাকে বড়দের মতো।
তারপর সময়ের তাপে পুড়তে থাকে
সময় যায় শরীরের রক্তে ক্রোমোজম সৃষ্টি।
দৃষ্টি তোমার সৃষ্টিতে ইশ্বর।

এটা সাধারণ এই রিংটা আঁকে ছোটো মেয়েটা।
কিন্তু পাশের বাড়ির কাকু কখন যে গ্রাফাইট ঢুকিয়ে দেয়।
ছোটো মেয়েটার মনে ,মেয়েটা ভয় পায়
বাপরে ,বাপ আবার মিডিয়া ,খবরের খবর।

অযথা ঝক্কি বাড়িয়ে লাভ নেই
নেমে আসি চারতলার চাদ থেকে নিচের ছাদে
মেয়েটা উঠে দাঁড়ায় আমি বলি বৃদ্ধ হ ,আমি বলি ছোটো নয়
মেয়েটা আবার আঁকে বন্দুক ,বন্দুকের ট্রিগার
গর্জে ওঠে সময় ঈশ্বর নিপাত যাক
ঠিক যেমন আমি চাদের রেলিং - এ

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...