Thursday, August 21, 2014

rishi026@gmail.com

আকাশলীনা (২)
.......... ঋষি

আকাশলীনা তুমি যেও না ওদিকে
একবুক সমুদ্রে দাঁড়িয়ে ব্যস্ত চরাচর।
ছড়ানো কাঁকরগুলো চোখের বালি
ওপথে তুমি হেঁটে যেও না।

আমি তো বলেছি তোমাকে
রৌদ্র মাখা শেষ বিকেলে হৃদয়ের কথা।
সুখ যে সাজানো স্বপন
আমি যে দুঃখের পাখি ,দুঃখের সাথী
দুঃখে হাসি ,দুঃখে বাঁচি ,দুঃখটাকেই ভালোবাসি।
আকাশলীনা তুমি এসো না এদিকে
শুধু দুরে সরে যাও ,আরো দুরে চলে যাও।

আকাশলীনা আজ সকাল থেকে বৃষ্টিপাত
আকাশের গায়ে জমে থাকা অনেক অভিমান।
ঝরে পরছে টিপ টিপ হৃদয়ের রক্তপাত
আকাশলীনা তুমি ভিজো না বৃষ্টিতে।
জ্বর আসবে ,সে যে সিরসিরে শীতলতা
হৃদয়ের গায়ে কালো ছোপ
আকাশলীনা তুমি স্বপ্ন দেখো না।

আকাশলীনা তুমি যেও না ওদিকে
একদন্ড চুপটি করে বসো।
জানো হৃদয়ের কোনো দেশ নেই ,নেই মস্তিষ্ক
সে যে উড়ো পাতা ,তুমি স্পর্শ হয়ে এসো।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...