Thursday, August 14, 2014

RISHI026@GMAIL.COM

বাইরে তুমুল বৃষ্টি
................. ঋষি


বাইরে তুমুল বৃষ্টি - হৃদয়ের ভিতর।

ফুটপাথে জমা এক হাঁটু জল - হৃদয়ের ভিতর।

ভিজে মাটির ক্লেদাক্ত গন্ধ - হৃদয়ের ভিতর।

                       তোলপাড়

সময় আর সময়ের পরে জমে থাকা মেঘলা আকাশ
ভেঙ্গে পড়বে ইশ্বরের ইশারায় এক ঝটকায়।
আকাশ ভেঙ্গে বৃষ্টি ,,,, দুকুল ছাপিয়ে যাবে
উত্তাল সমুদ্রের ঢেউ,,, ভাবি নি।
ভাবতে পারি নি ,,, সময়ের অবহেলায়
হাসতে হাসতে ,,,কখন কান্না জড়ানো।
বৃষ্টির নোনা স্পর্শ ,,,

                          তুমি

বুঝতে তো পারি নি  -  হৃদয়ের ভিতর।

ঘরের ভিতর ঘর  - হৃদয়ের ভিতর।

বাইরে তুমুল বৃষ্টি - হৃদয়ের ভিতর।

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...