Sunday, August 17, 2014

rishi026@gmail.com

বিহ্বল কবিতা
..................... ঋষি

তোকে ভেবে আমার কবিতারা
ভীষণ বিহ্বল আজ।
জেব্রাক্রসিং এর এপারে দাঁড়িয়ে গন্তব্য ওপারের
দূরত্বটা ঠিক বোঝা যায়।
কিন্তু সবুজ প্রকৃতির দরজা না খোলা অবধি
তোর কাছে যাওয়া যায় না।

অনেকটা সেই সিঁড়ি ভাঙ্গা খেলা।
গল্পের শেষের দিকে এসে স্রষ্ঠা ভাবেন
জন্ম না মৃত্যু।
কিন্তু কেন জানি মন টানে মৃত্যুটা
আসলে ভালোটা আর ভাবা যায় না।
তাই মৃত্যুর অকালবোধন সময় সঙ্গমে।

বিকেলে কফিকাপে তেতো হয়ে যাওয়া সময়।
তেতো হয়ে যায় গল্পের গরু গাছে উঠে
আর নিচে নামানো যায় না।
ভালোবেসে জড়িয়ে ধরা যায়
কিন্তু দুরে ঠেলে আর কাছে টানা যায় না।
তাইতো অকাল মৃত্যু প্রেম তোর নামে।

তোকে ভেবে বিহ্বল কবিতারা
আজ আমার হৃদয়ের কফিনটা খুলে ফেলে।
শেষ পেরেক ঢুকে যায় ,কিন্তু শব্দ কোথায়
সময়  শেষ ,সব শেষ ,হাততালি হৃদয়।
আরেকবার কিছু একটা আটকে যায় গলার কাছে
না বলা কথা তোর সাথে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...