Friday, August 8, 2014

rishi026@gmail.com

এ কেমন দেশ
............ ঋষি

পরিবারের সকলকে ঘুম থেকে তুলে দিল
কয়েকটা বুলেট ছিঁড়ে দিল আকাশ লাল।
সামনে দাঁড়ানো যারা
তারাও ,,,,, হ্যা তারাও মানুষ।
মুখ ঢাকা ,,,,লালচে চোখ ,,,নেশা আর নেশা
এতেও নাকি দেশের মুক্তি
মুক্তি ,মুক্তি ,,মুক্তি নাকি লজ্জা।

হিমালয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আপনাদের শহর
আমি আজ মৌন।
কাল রাত্রে এখানে মারা গেছে কিছু মানুষ
কিছু মুক্তি যোদ্ধার হাতে।
তার মধ্যে বেশিভাগ শিশু আর মহিলা
মহিলাদের শরীরে পাওয়া গেছে ভোগের খবর
খবর ,,খবর ,,,খবর দাবি আলাদা দেশের।

দেশ ,দেশ ,দেশ  সেটা আবার কি
আপনি ,আমি ,মা ,বাবা ,আত্মীয় ,আপনারা সবাই দেশ।
কার কোনটা দেশ ,,কার কোনটা দাবি
কিন্তু মৃত্যুমুখী ভুক্তভোগী খুব নিরীহ ,আপনি আর আমি।
তাইনা আমরাও মানুষ ,,মুক্তি যোদ্ধা  আপনারাও
আপনাদের মুক্তি মানুষের রক্তে ,মনুষত্বের রক্তে
এমন কেমন মুক্তি  , এ কেমন দেশ আপনাদের।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...