Friday, August 29, 2014

rishi026@gmail.com

কবিতার  যন্ত্রণা
................ ঋষি

মনে হচ্ছে বহু দিন কবিতা লিখি নি
যার হাতে হাত রেখে আমার ২৪ ঘন্টার খবর।
আজকাল পুরনো হয়ে গেছে
একঘেয়ে ঘ্যান ঘ্যান ,একঘেয়ে যন্তনা সুখ
একঘেয়ে বেঁচে থাকা ,একঘেয়ে হাসি।

ছোটবেলার খিড়কির জানলায় দাঁড়িয়ে হাত নাড়তাম
পরমপ্রিয় রাত্রিরা  চলে যেত স্বপ্নের দেশে।
সেই রাজকন্যা ,বেঙ্গমা বেঙ্গমী ,পক্ষীরাজ
আজ সমুদ্রে দাঁড়িয়ে দেখি চারিদিকে শুধু রাত্রি।
আকাশের তারায় আটকে আছে প্রেমের রূপ
আমার নিদ্রায় কবিতারা হাসতে থাকে ।
হাসতে থাকে জন্মজন্মান্তরের ক্ষনিকের অধিকারে
আবার আরেকবার যন্ত্রনায়।

আমার এক বান্ধবীর আজ দুবছর হলো ঝুলে আছে কোর্টের দরজায়
ভালোবাসার ছুটি চায় সে।
কিন্তু সত্যি কি ভালবাসার ছুটি হয়
ছুটি থেকে জীবন ছুটে যায় আশায় আশায় ভালোবাসায়।

ছুটি ছুটি ছুটি কোথায় ছুটছো  কবি
প্রশ্ন করেছিল শব্দরা আমাকে।
কতদূর, কোনদেশে ঠিকানা জানো না
আমি বলি নি তাদের।
আসলে কবিরা ছুটে চলে স্বপ্নের আড়ালে পক্ষীরাজে যুগে যুগে
সময় হাসে আর বলে চলন্ত পাগলাগারদ।
কবির কবিতা নতুন দূত আলোর জগতে
যারা বোঝে  কবি হাসছে।

মনে হচ্ছে আর কবিতা আসছে না
আমার হৃদয় নিংড়ে অনেকটা সময় তোমার কাছে।
আসলে সবটা হারিয়ে যাচ্ছে
একঘেয়ে ঘ্যান ঘ্যান ,একঘেয়ে যন্তনা সুখ
একঘেয়ে বেঁচে থাকা ,একঘেয়ে হাসি।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...