Friday, August 29, 2014

rishi026@gmail.com

কাল্পনিক
............. ঋষি

অজানায় কিছু ছড়ানো ফুল পথের উপর
মাড়িয়ে যায় সময়ের দরজায় দাঁড়ানো প্রেম।
কখনো হাসে ,কখনো কোলে তুলে নেয়
কখনো দূরে ছুঁড়ে ফেলে দেয় খেয়ালী ধাঁচে।
আমার কবিতারা অনন্য সব
তোমার স্পর্শে দিনে  রাতে।

সকালের আলোয়  রেডিও ম্যাসাজ
আপনার প্রিয় গান আপনার প্রেমিকাকে।
কি গাইবো
দিল হ্যা কে মানতা নেহি।
ভীষণ ন্যাকা প্রেমের স্পর্শ তোমার কাছে
আসবে না ,আসে নি প্রেম এমন গানে।
সে যে অনন্য আমার মত
তোমার স্পর্শে আমার প্রাণে।

অজানায় কিছু ছড়ানো ফুল পথের উপর
মাড়িয়ে যায় সময় জানলার ওপারে লোকানো মুখ।
হাসছে ,অবহেলায় গড়িয়ে যাচ্ছে খুব নিচে
বুকের মাটির ভিতর শিকড়বাকড় ঘর।
আমার কবিতার তুমি নও স্বার্থপর
শুধু কল্পনায় প্রেম তোমার সাথে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...