Tuesday, August 5, 2014

RISHI026@GMAIL.COM

আমাদের জ্বর
.................. ঋষি

কেমন যেন একটা জ্বর জ্বর ভাব
বিছানার চাদর ছেড়ে ব্যস্ত দিন মনের ফুটপাথে।
জড়িয়ে যাওয়া চোখের পাতায়
শুয়ে থাকে সময়
আর অসময় আমি বিছানার চাদর।

একটা ক্যালপল খেয়ে নিও
সুস্থ পৃথিবীর অজস্র অলংকারে এক ঘেয়ে  টিয়ে।
পাশের বাড়ির বারান্দার থেকে বলে কে এলো ,কে এলো
আমি বলি এসেছে অনেকে ,
কি বলি ,কাকে বলি ,সে তো আসেনি এখনোও।
অপেক্ষায় অপেক্ষায় দিন কেটে যায়
তোমার আসার ,তোমার প্রতিক্ষায়।

তোমার স্কুলের কালো আরশিতে চক খড়ি
দেওয়াল ফুটে ,ফুটে ওঠে ,সত্যি ভাষণ।
তোমাকে ভালোবাসি ,তোমার জ্বর
একটা ক্যালপল খেয়ে নিও।
শরীরের যত্ন নিও
আর বলি নি কখনো ,চাই নি
প্লিস চিরকাল আমায় ভালোবেসে জড়িয়ে নিও।

বিছনার চাদরে নেশার চোখ
আমাকে  জড়িয়ে নামছে শীতল স্পর্শ।
কেউ ছুঁয়ে যাচ্ছে ,আমার জ্বর
জড়িয়ে যাওয়া জিভে বিস্বাদে
অদ্ভুত আমরা কেমন জ্বর জ্বর ।


No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...