Friday, August 29, 2014

RISHI026@GMAIL.COM

অচলায়তন কাব্য
............ ঋষি

বন্ধ ড্রয়ারের ভিতর লোকানো
পুজো প্যান্ডেল ,আগত দর্শনার্থীদের কল্পনায়।
আমাদের ছোটো ফটো ফ্রেম
তুমি ,আমি ,আর আমাদের প্রেম  .
সব বন্ধ ওই  ড্রয়ারের  ভিতরে ,মনের ভিতরে
স্মৃতির ভিতরে চাবি ছাড়া ছন্নছাড়া।

আকাশের ডানদিকে আজ কালচে আলোয় তোমার মুখ
শরতের আলো ,বাজলো তোমার আলোর বেনু।
মাতলো যে ভুবন আগমনীর সেই শৃঙ্গারে
হাসছে বাতাস ,হাসছে দেখো সবুজ মাঠ।
বিচ্ছিন্ন নাটকের অগ্রগামী চরিত্র আমি
তোমার হাত ধরে ঘুরছি প্যান্ডেলে প্যান্ডেলে।
নগ্ন দেবীর নগ্নতা দর্শনে
শীত্কার শুনতে পাচ্ছো খিদে ,খুব খিদে
জ্বলে গিয়ে পুড়ে যাওয়া আমাদের পথে রঙিন পুজো।

বন্ধ ড্রয়ারের ভিতর লোকানো
মাংসের পাঁচিল ,নিরীহ নরখাদকের মতো শাণিত নখ।
আমার সারা বুকে আঁচড়ানো দাগগুলো
তোমার ,আমার পরম সুখে পাওনা কিছু স্মৃতি।
ড্রয়ারের ভিতর,মনের ভিতর সব বন্ধ
কিছুক্ষণের বেঁচে থাকায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...