Thursday, August 14, 2014

RISHI026@GMAIL.COM

আমাদের সোনার দেশ
........... ঋষি

রাত্রের ঘড়িতে রাত বারোটা
শুরু আরেকটা দিন।
শুরু আরেকটু এগিয়ে যাওয়া সময়ের তালে
আজ ১৫ ই আগস্ট
কিছু না আরেকটা ছুটির দিন।

সামনের ফুটপাথ ঘেঁষে সাজানো ইটেতে
আমাদের পতাকা।
লাল ,সাদা ,সবুজের মিশে
হৈহুল্লোর ,আরেকটা ছুটির দিন।
সামনের মাঠে বিশাল প্যান্ডেল
ফুটবল ম্যাচ আর রাত্রে মদের আসর
আমাদের স্বাধীনতার দিন।

কাশ্মীর থেকে কন্যাকুমারী
আমাদের ভারতীয় উপমহাদেশ।
লাল মাটিতে একলা দাঁড়িয়ে ক্ষুদিরাম
আজ নগ্ন ,নগ্ন প্রীতিলতা ,বিনয় ,বাদলের দেশ।
ধর্ষিত মায়ের লজ্জিত কন্যা মুখ লোকায়
পতাকার পিছনে
এই তো আমাদের রক্তের দেশ।

রাত্রের ঘড়িতে রাত বারোটা
শুরু আরেকটা দিন।
শুরু আরেকটু হাঁটা ফুটপাথে নগ্ন হয়ে
লজ্জিত আমি ,লজ্জিত স্বাধীনতা
লজ্জিত আমাদের সোনার দেশ। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...