Thursday, August 14, 2014

RISHI026@GMAIL.COM

চেতনার ভিড়ে
............ ঋষি

আজ আলোর সমুদ্রে
এক তিমি আয়তনের ঢেউ আছড়ে পড়লো
তলায় আমি দমবন্ধ ,, জীবনের।
এমন হয় মাঝে মাঝে বিশাল সমুদ্রের
কিছু অচেনা ঢেউ দমবন্ধ করা
মারতে চাই হৃদয়ের রক্তক্ষরণ।

কি জানি এক শোক গাঁথা
হৃদয়ের দেওয়ালে লুকোচুরি খেলে।
হাসতে হাসতে হারিয়ে যাওয়ার মানে
সে যে তুমি।
কেন জানি মগজে কাটাকুটি খেলে
বুঝি না ,বুঝে উঠতে পারি না
এ তুমি কেমন তুমি।

আলোর মাঝে দুহাত ছড়িয়ে এগিয়ে আসো
আমার সামুদ্রিক কল্পনার নীল তিমি
যার শরীর জুড়ে হিল্লোল আমাকে ছুঁয়ে।
এমন হয় মাঝে মাঝে মাঝে জীবন সমুদ্রে
কিছু অচেনা মুখ নিজেকে চেনায়
আর তখনি অন্ধকার হয়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...