Thursday, August 14, 2014

RISHI026@GMAIL.COM

চেতনার ভিড়ে
............ ঋষি

আজ আলোর সমুদ্রে
এক তিমি আয়তনের ঢেউ আছড়ে পড়লো
তলায় আমি দমবন্ধ ,, জীবনের।
এমন হয় মাঝে মাঝে বিশাল সমুদ্রের
কিছু অচেনা ঢেউ দমবন্ধ করা
মারতে চাই হৃদয়ের রক্তক্ষরণ।

কি জানি এক শোক গাঁথা
হৃদয়ের দেওয়ালে লুকোচুরি খেলে।
হাসতে হাসতে হারিয়ে যাওয়ার মানে
সে যে তুমি।
কেন জানি মগজে কাটাকুটি খেলে
বুঝি না ,বুঝে উঠতে পারি না
এ তুমি কেমন তুমি।

আলোর মাঝে দুহাত ছড়িয়ে এগিয়ে আসো
আমার সামুদ্রিক কল্পনার নীল তিমি
যার শরীর জুড়ে হিল্লোল আমাকে ছুঁয়ে।
এমন হয় মাঝে মাঝে মাঝে জীবন সমুদ্রে
কিছু অচেনা মুখ নিজেকে চেনায়
আর তখনি অন্ধকার হয়।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...