Friday, August 22, 2014

rishi026@gmail.com

খিদের সভ্যতা
............ ঋষি

ভয়ংকর সভ্যতার বিশ্লেষণে বসে
যেদিকে দেখি শুধু ঝরে পরে খিদে।
খিদে জন্ম ,খিদে মৃত্যু ,খিদে ভালোথাকা
খিদে ভালোবাসা,খিদে বাঁচা ,খিদে স্বপ্ন।
কেন এমন হয় ?

পড়ন্ত বিকেলের আগুনে শুন্য উনুনে
কেউ পেট চাপড়ায়।
অন্ধকার গলির মোড়ে দাঁড়িয়ে শরীরগুলো
খিদে ভিক্ষা চায়।
সকালের ফুটপাথে দেখি বিষন্ন ছলছলে চোখে
খিদের আকুতি।
দুপুরে রৌদ্রে হেঁটে চলে ক্লান্ত মুখগুলো
বিভত্স্য কোনো খিদের কিনারায়।
কেন এমন হয় ?

সকালের খবরের পাতায় রক্তপাত
কোনো যোনির যন্ত্রনায় উত্সুক যৌনতার গন্ধ।
মাছি ওড়ে ভনভনে সমাজের লজ্জায়
টিভির পর্দায় ঝরতে থাকে রক্ত।
কোনো আদিম পর্বতের কিনারায়
গর্জে ওঠে এ-কে -৪৭ নিরীহ  যন্ত্রনায়।
পাবলিক ইনস্টিস্টিউসানে পাবলিক সার্ভেন্ট
প্রকাশ্যে পয়সা নেয় পাবলিক সার্ভিসে।
কেন এমন হয় ?

ভয়ংকর সভ্যতার গোলকের উপর দাঁড়িয়ে
আমি দেখি মানুষ কাঁদছে অসহায় কেঁচোর মতো।
পেট্রল ,ডিজেল আগুনের জেটে গরুর গাড়ির হর্ন
অদ্ভুত বেমানান খিদের সভ্যতার রং।
কেন এমন হয় ?

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...