Wednesday, August 6, 2014

RISHI026@GMAIL.COM

অনিদ্রিত চেতনায়
,,,,,,,,,,, ঋষি

সত্যি বলতে তুমি ভয় পাও
গাছের ঝরে পরা পাতা ,মেঘলা দিন।
কিংবা ধরো রৌদ্রের তাপে বারান্দাতে একা
তুমি একলা থাকতে ভয় পাও।

আমি হলফ করে বলতে পারি
তুমি আকাশের চাঁদে আঁকতে পারো প্রেম।
স্বপ্ন দেখো বাড়িয়ে দেওয়া দুই হাতের মাঝে
নিজেকে তুমি কল্পনা করো রাত্রির মতো।
অন্ধকারে বিছানা হাতড়ে তুমি খোঁজো স্পর্শ
পাগলিনীর মতো তুমি নিজেকে খোঁজো অন্যের মাঝে।

আমি হলফ করে বলতে পারি
তুমি হেঁটে যেতে পারো অন্য পৃথিবীতে অবলীলায়।
সেখান থেকে তুলে আনতে পারো মনিমুক্ত
তোমার মৃত স্বপ্ন আর সাজানো পৃথিবী।
তুমি অনায়াসে জ্যামুক্ত হতে পারো তীরের মতো
ছিন্ন করে কোনো অবিচ্ছিন্ন নিদ্রায়।

কিন্তু কি জানো তুমি সত্যি বলতে ভয় পাও
গাছের থেকে ঝরা পাতায় শুকনো প্রেম।
তুমি বৃষ্টিতে ভেজো ভালোবেসে
কিন্তু তুমি একলা থাকতে ভয় পাও।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...