Saturday, August 9, 2014

RISHI026@GMAIL.COM

অচেনা সময়
.............. ঋষি

সেকেন্ডগুলো সব ভুলে গেছো
পৃথিবীর আবর্তন গতির উপর ভরসা রেখে
তুমি আমাকে ভুলে গেছো।

মুহুর্তের হাতছানিতে অসংখ্য জমা জল
প্রতি সেকেন্ড জোড়া
সমুদ্রের  নোনতা জল।

হাতছানি ছিল ,হাতছানি হৃদয় গাঁথা
আর কোলাহল
পদ্ম পাতার জমা জল।


কিছুটা অলক্ষ্যে জমা জরিমানা জীবনের
সেকেন্ড আর সেকেন্ড জুড়ে ফ্লাশব্যাক
না আমাকে ভুলে গেছো।

আছে কিছু পরে মনের কোনে হলাহল
উত্থিত হৃদয় মৈথুনের টুকরো
তুমি ছেড়ে চলে গেছো।

অনিদ্রিত রাত্রে তারা গোনা ছাদের সিলিং
ক্রিং ক্রিং হৃদয়ের ঘন্টা
বৃষ্টি বেলার চোখের জল। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...