Tuesday, August 19, 2014

rishi026@gmail.com

হৃদয়ের কথাকলি
.................. ঋষি

আমাকে ঘিরে ধরছে  রৌদ্র
আমি পুড়ছি আমাকে ঢেকে দে তুই।
তোকে  কবিতায় জড়িয়ে লিখছি মন
আমাকে একটু শান্তি দে তুই।
একটু নিজের করে জড়িয়ে ধর আমায়
তোর হৃদয়ে আমাকে মুক্তি দে।

আজ দুদিন হলো তোকে দেখি নি আমি
আজ দুদিন তোর স্পর্শে নিজেকে পাই নি আমি।
জানি বুঝি ,তবু কেন এই মন বোঝে না
আমি পুড়ছি আমাকে একটু শান্তি দে।
তোর উষ্ণ ঠোঁটের তৃষ্ণাতে
আমাকে একটু ভিজতে দে।
আজ দুদিন হলো আমার চোখে ঘুম নেই
আজ দুদিন হলো আমার হৃদয়ে শান্তি নেই।

কোথায় আছিস তুই ,মিশে যা
মিশে যা আমার গভীরে অলিন্দের স্পন্দনে।
কোথায় আছিস তুই ,কাছে আয়
কাছে আয় তুই আমার জীবিত হৃদয়ের ক্রন্দনে।
আয় তোকে আমি আপন করি
সাজিয়ে দেখি তোকে হৃদয়ের ফুলচন্দনে।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...