Sunday, August 3, 2014

RISHI026@GMAIL.COM

অব্যক্ত দহন
............. ঋষি

বেশ কিছুদিন কথা নেই তোর সাথে
অন্ধকারটা আগলে রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা
এমনি হয় ,হওয়ার কথা ছিল।
দিন কেটে যায় দৈনন্দিন
সময় ঠিক টিক টিক খালি কুঠরিতে।
কত কথা বলে যায়
কিন্তু তোকে ছোঁয়া হয় না।

বুকের মাটিতে আলগা হয়ে যাওয়া সময়
কিছুতেই আর ধরে রাখতে পারি না।
যা যায় ,তা  যায়
কিন্তু সময়কে ফিরে পাওয়া যায় না।
ঝুরঝুরে শিলা বৃষ্টি
আর আকাঙ্খার তোকে ছোঁয়া স্বপ্নে
কিন্তু সত্যি তো তোকে পাওয়া যায় না।

বেশ কিছুদিন কথা নেই তোর সাথে
বুকের পাঁচিলে জমতে থাকা শেওলা।
লুকিয়ে থাকা বুকের মাঝে মুখখানি
আমাকে  নাড়িয়ে যায় অবেলায়
কিছুতেই ভুলে থাকা যায় না।
তোকেও ও কাছে পাওয়া যায় না
এই একলা অসময়ে। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...