Tuesday, August 19, 2014

rishi026@gmail.com

তোর আসা
.............. ঋষি

তুই এলি ,আবার এলি
শুধু সুখ নিয়ে চলে গেলি।
কোনো গভীর ক্ষুধার দেহ থেকে অন্য দেহে
বাজে গিলোটিনের শব্দ
নিস্তব্ধ আকাশে কবিতায় তুই হারিয়ে গেলি।

আমি হাসছি দেখ
আকাশ থেকে নেমে আসে সকালের বাসি মুখ।
ভীষণ সস্তা মেকি রংচঙে
তোর কাছে চাইনি আমি সাজানো ছবি।
চেয়েছি নিরভেজাল রক্ত মাংসের শরীর
হৃদয় ছাড়া হয় না।
হতে পারে জীবনের রং ছবি তোকে ছাড়া
ঠিক পাঁচিলের গায়ে ঝরে পরা চুনকামের কালি
আমার মুখে ,তোকে কালো করা যায় না।
.

তুই এলি ,আবার এলি
আবার সঙ্গে নিয়ে পুরনো হৃদয়ের গান।
ছুঁয়ে গেল ,ভেসে গেল শরীরের তারে সমুদ্র
ভিষণ নীল আকাশের সাথে মিশে
কিন্তু আজ আকাশ ভীষণ লাল। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...