Friday, August 8, 2014

rishi026@gmail.com

প্রেমিক দেশদ্রোহী
............ ঋষি  

কয়েকশো পাওয়ারের বাল্বের নিচে
পুড়ছে একটা শরীর
দেশদ্রোহী।
থার্ড ডিগ্রী টর্চারের খবর বাঁধানো ছবিতে
কাল প্রকাশ পেয়েছে
আজ ফাঁসি ,সেই ছেলেটির।

ছেলেটির নাম জানি না ,শুধু জানি
প্রেমিক সে,
ভালোবাসে শহরের কোটিপতি কন্যাকে।
কিন্তু ধরা পরে গেছে পথের কাঁটায়
সস্তা হিন্দি সিনেমার নায়কের মতো।
শুধু চাবুক আর চাবুক জীবনের মোড়ে
এ এক অন্য গল্প ,অন্য পথচলা জড়িয়ে
এগিয়ে যাওয়া মৃত্যুর পথে ছেলেটি।

ভরা কোর্টের ময়দানে জজ সাহেব বললেন
অর্ডার অর্ডার অর্ডার।
দোষীর একমাত্র শাস্তি মৃত্যু ,জীবন মৃত্যু।
গল্পটা কল্পিত ,কিন্তু প্রমিকের মৃত্যু সত্যি।
পথে ঘটে ,দিনে রাতে, রোজ প্রেমের দেশে
শত সহস্র প্রেমিক সকলে তারা দেশদ্রোহী।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...