Friday, August 22, 2014

rishi026@gmail.com

ঝরনার কবিতা
.................. ঋষি

পাহাড়ি ঝরনায় তোমার নুপুর
তুমি ঝরনা পরী।
তোমার নাভির থেকে উঠে আসা কবিতায়
তুমি মোহময়ী।
তোমার দুর্বার আকর্ষণ, স্তব্ধ আমার ৩৬৫
প্রতি আবর্তনে লেখা আছে
তোমার স্পর্শের অর্থটি।

তুমি হারিয়েছে নুপুর
তোমার হৃদয়ের দেওয়ালা উইন্ডচার্ম।
দুচার মুহুর্তের আলাপনে
আমার স্বপ্নে তোমার নাম।
আমি তো খুঁজছি আর খুঁজেই চলেছি
কবিতার পাতায় বাড়ানো হাত.
তোমার নুপুরের শব্দ হৃদয়ে
গা ছম ছমে স্বপ্ন রাত।

পাহাড়ি ঝরনায় তোমার নুপুর
তুমি ঝরনা পরী।
তোমার উরুর লোকানো আঁধারে
তুমি মোহময়ী।
তোমার দুর্বার আকর্ষণ ,স্তব্ধ আমি বত্রিশে
প্রতি কবিতায় লেখা আছে জানো
তুমি দাঁড়িয়ে পঁচিশে। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...