Wednesday, December 17, 2014

rishi026@gmail.com

আমার কবিতা
........... ঋষি

অসংখ্য কাব্যিক স্পর্শে
তোমার নাকি অন্যের মতো প্রসব যন্ত্রণা।
কবিতা নাকি সন্তানের মত স্তনে দাঁত রাখে
আর আমি ভাবি
কবিতা মুক্তির নাম ,যাকে আকাশ ঠিকানায় লেখা যায়।

বলপেনের নখে মৃত অজস্র বিপ্লব
বিষের সভ্যতায় রক্তক্ষয়ী আমি নাকি কখন বিষ হয়ে যায়।
আমার চোখে থেকে উদ্ধত আগুনে
তুমি নারীরুপি অজস্র  কাম শাড়ির গোপন আঁচড়ে।
ঝরে পরে অন্ধকার সভ্যতায় শারীরিক আঁচল
আর আমি কবি হাসতে থাকি ,সেটাও নাকি প্রসব যন্ত্রণা।
আর আমি নাকি মাতা হয়ে যায়
কবিতা যে সন্তানের মতো।

কাব্যধারায় অসংখ্য আলোড়ন
এমন ,তেমন তুমি নাকি বোঝো শব্দের ঝরনা।
কবিতা নাকি শব্দের মিশ্রনে জন্মানো প্রেম
অথচ আমার কেন প্রেম মানে কবিতা
আর কবিতা মানে তুমি প্রেম। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...