Friday, December 19, 2014

rishi026@gmail.com

শান্তি ,শান্তি ,শান্তি
............. ঋষি

এই বাঁশীতে কোনো সৌর্য্য নেই
যতটুকু ততটুকু মায়া ,স্নেহ,প্রেম ,জীবন।
ভালোলাগার আকুল স্পন্দনে
হৃদয় ভাসতে থাকে  আকাশের মেঘে নীল সাম্রাজ্যে।

অকস্মাত বজ্রপাত ,ছুটে যায় মিসাইল ,শহর নগর পেরিয়ে
নীল সাম্রাজ্যে।
গর্জে ওঠে রাইফেলের জড়ানো হিংস্র চোখ
জাতহীন ,সভ্যতা হীন ,মনুষত্বহীন বুলেটের চিত্কার
কারা এরা।

জ্বলে ওঠে আগুন ,গড়িয়ে  পরে লজ্জা
হিংসার লাল চোখ ,সাধারণ কোনো সভ্যতার গায়ে।
ছেটানো রক্ত ফোঁটা
খবরের পাতায় অসংখ্য মৃত লাশ লুটোপুটি
কারা এরা।

আর তখনি জেগে ওঠে মানুষের হৃদয়ে বাঁশী
যতটুকু মনুষত্বের অধিকার সভ্যতার গায়ে।
ভালো থাকার আকুল ঝংকার
শুনতে পাচ্ছো বাঁশীর শব্দ ,,,শান্তি ,শান্তি ,শান্তি।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...