Tuesday, December 30, 2014

RISHI026@GMAIL.COM

 এক জীবন
............... ঋষি
=====================================
জানতাম জীবনের মুহুর্তেদের পরে
কোথাও,কখনো ,কোনদিন ফেলে আসা মুহূর্তরা
পিছনে ডাকবে।
কানে কানে ফিসফিস ,সময় আর অসময়
বয়ে যাওয়া ভিড় চোখের পাতায়
রোদ ,বৃষ্টি ,মেঘ সেই পুরনো গল্প।

আমার শুরু থেকে শেষ সবটাই গল্প
যার অল্পে তুমি প্রভাতি সঙ্গীত।
অন্যপারে আমি ফেলে আসা শহর পৃথিবীর পথে
খুব ছোটো গল্পগুলো।
অমানবিক ছিন্নভিন্ন ছোটো ছোটো শরীরে প্রেমের শহরে
হাসছিস জানি।
এমন করেই দিন কেটে যায়
আবার রাত্রি অন্য নাম স্বপ্নের অনুভবে।

জানতাম জীবন মুহুর্তদের বেঁধে রেখে
কয়েকশো হর্স পাওয়ারে অগ্রশীল তোমার আমার শহর।
এপারে পরে থাকা বেদনায় কয়েকশো অভিশাপ
ওপারে তুমি কোনো অনামী অঙ্গনা।
জীবনের পাতায় লিখে ফেলা তোমার নাম
আর এ জীবনে হলো না। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...