Sunday, December 14, 2014

RISHI026@GMAIL.COM

আকাশ আর সমুদ্র
..........ঋষি

সেদিন যাকে সমুদ্র বলে ডেকেছি
আজ তাকে সমুদ্রে খুঁজছি।
বিশাল গম্ভীর সমুদ্র তোমার হৃদয়ে কোথাও কি শান্তি নেই
আসলে থাকতে নেই ,থাকতে নেই ,থাকতে নেই।
তোমার চৌরা বুকে আছড়ে পরা ঢেউগুলো সব  যন্ত্রণা
সমুদ্র যতদিন যন্ত্রণা ততদিন।

আকাশের পারে চক্রাকারে ছুঁয়ে থাকে স্পর্শ আকাশের
আকাশও খুব গভীর তোমার মত সমুদ্র।
সেও উত্তাল হয় ভীষণ ঝরে
কিন্তু সে কখনো আছড়ে পরে না বুকে।
নিজের গভীরে আকাশ পুড়তে থাকে অসীমতার চাহিদায়
সমুদ্র তুমি গভীর কিন্তু অসীম হতে পারো না।
সমুদ্র তুমি যন্ত্রণা কিন্তু কেন তুমি শান্ত হতে পারো না
কেন তুমি মিশে যেতে পারো না আকাশের বুকে।
যাতে আলাদা করে চেনা যায় না
আকাশ আর সমুদ্র।

সেদিন যাকে আকাশ  বলে দেখেছো
আজ তুমি আকাশেই তাকে খোঁজ।
বিশাল নীল আকাশে তোমার সমুদ্রের মত চোখ
চোখের বালি ,নোনা জল।
আমার চৌরা বুকে আকাশ, সমুদ্র মিশে অসীম আকাঙ্খা
আমি যতদিন ততদিন তুমিও। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...