Friday, December 19, 2014

rishi026@gmail.com

ফালতু
............ ঋষি
====================================
জগতে আনন্দ যজ্ঞে তোমার নিমন্ত্রণ
একটা কবিতা লিখবো ভাবছি।
কিসের কবিতা
হোক না প্রেমের একটা।
কিন্তু প্রেমের কবিতা আগেরটা পুড়েছে যন্ত্রনায়
আবার কেন যন্ত্রনায় পুড়বো আমি।

না হে তার থেকে বরং সেই পাগলীটাকে  নিয়ে লিখি
যাকে আমি রোজ দেখি চেতনার ফুটপাথে।
ধুস সেদিন দেখি পরে আছে নর্দমার পাশে অর্ধনগ্ন শরীরে
বুকের বাদিকে অনাবৃত চাঁদ , তল পেটটা হা করে চেরা।
পুলিশ ,পুলিশ ,লোকজন ,মাথা ভর্তি
নিউস চ্যানেল নেই।
ভালো লাগছে না
এসব ভাবলেই ভালো লাগে না।

জগতে আনন্দ যজ্ঞে তোমার নিমন্ত্রণ
আর কবিতা লিখবো না ভাবছি।
যেখানে ভালোবাসার কাটা ছেঁড়া কবিতা ,জীবন কবিতা
এমন কবিতা হয় নাকি।
স্বপ্ন আর বাস্তবে দাঁড়িয়ে ফালতু আঁকিবুকি সাদাপাতায়
শুধু যন্ত্রনায় কবিতা হয় নাকি।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...