Friday, December 26, 2014

RISHI026@GMAIL.COM


অনুভবের কবিতা 
..........ঋষি

সাদা পাতায় হৃদয় লিখতে লিখতে 
হৃদয়ের প্রিন্টেড অনুভবগুলো ভীষণ পোশাকি। 
বদলানো ঘামের গন্ধে ,ফুটপাথে দাঁড়িয়ে জীবন পণ্য 
পণ্য নগ্নিতার শরীরের অঙ্গপ্রতঙ্গের কালিগুলো। 
জীবন এখানে নগ্ন ইতিহাস 
অনুভবে কাগজ কলমে কালি। 

আমি সভ্যতা বলি নি ,আমি মানুষ চিনেছি 
মানুষের বদলে মানুষ ,আবার জন্ম নতুন যোনির আবিষ্কারে।
মানুষ ফুরিয়ে যায় ,যোনি ফোরায় না 
যেমন অনুভবের স্পন্দনে মায়া ,মমতা ,প্রেম। 
শরীর ফুরিয়ে যায় ,স্পর্শ ফোরায় না 
যেমন হৃদয়ের গলিতে বাসকরা অসংখ্য সভ্যতার মাটি। 
মাটি থেকে যায় ,সময় ফুরিয়ে যায় 
অনুভবের মুখে আগুন বিষাক্ত সভ্যতায়। 

সাদা পাতায় লিখতে লিখতে হৃদয়ের ঘরে স্তব্ধতা 
অন্ধকার ছুঁয়ে খিদে আকাশের জীবনানন্দ  চাঁদে।
ভদ্রলোককে চিনি না আমি 
শুধু গড়িয়া আসা ট্রামের শব্দে কবিতাগুলো বেঁচে। 
অনুভবের কবিতায় 
নগ্ন ইতিহাসে কবিরা মৃত কবিতারা বেঁচে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...