Thursday, December 25, 2014

RISHI026@GMAIL.COM

বোবা রৌদ্র
..........ঋষি
=================================
রৌদ্রগুলো বোবা কিনা জানি না
তবে মৃতের অন্তরে শুয়ে থাকা জন্মগুলো বোবা।
নিস্তব্ধে শব্দ তরঙ্গে গতিশীল ঘোড়াগুলো দৌড়চ্ছে প্রানপন
ফিনিশিং লাইনের এপারে তুমি শুয়ে প্রেম।
বুকের উপর দামামা যুদ্ধের সংকেত
আবার এক হৃদয়ের যুদ্ধ।

কিন্তু ফিনিশিং লাইনের ওপারে
যেখানে সব শেষ প্রাগৈতিহাসিক মতামতের চারাদের বপন।
মাটি এখানে ভিজে দেশ
সত্যি বিড়ালের ফাইফরমাস খাটা রৌদ্র। হ্যা বোবা রৌদ্র।
প্লিস আর যুদ্ধ নয় ,একটু শান্তি
অজানা আতঙ্কের পথ ছুঁয়ে প্রেমের হাত ধরা।

রৌদ্রগুলো বোবা কিনা জানি না
তবে জীবিত অন্তরে শুয়ে থাকা মৃত্যুগুলো মারাত্নক।
বজ্রনাদে হৃদয়ের মাটিতে ফাটল
আর ঘোড়াগুলো দৌড়চ্ছে প্রানপন শব্দ তরঙ্গে গতিশীল।
সামনে ফিনিশিং লাইন ,আবার হৃদয় জিতছে যন্ত্রণা
আবার এক হৃদয়ের যুদ্ধ। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...