Friday, December 19, 2014

rishi026@gmail.com

আকাশলীনা  -*(৪)
........... ঋষি

আকাশলীনা মেঘের দিকে তাকিয়ে থেকো না
জীবন যে গড়িয়ে পরা বৃষ্টির মত।
ভিজে যাবে ,সরে এসো
এমন করে জীবন কাটে না আকাশলীনা।
তোমার আকাশী মুক্তির ডানায় রৌদ্রের স্পর্শ
সরে এসো  আকাশলীনা
তুমি পুড়ে যাবে।

জীবনের ফেলে আসা পাতায় অজস্র রক্তক্ষরণ
টুকরো টুকরো মুহুর্তে আকাশবাণী।
তুমি শুনতে পাচ্ছো ,,,,, পাবে না শুনতে
এমন করে শোনা যায় না আকাশলীনা।
ভালো থাকার জন্য জীবনকে জড়িয়ে ধরতে হয়
তুমি আকাশ ধরতে চাইছো,
কিন্তু  আকাশ তোমার একার নয়।

তোমার সাজানো সালোয়ারের সুন্দর পাঁপড়িগুলো
সদ্য ফোঁটা জীবন প্রতি পাতায়।
আমার কবিতায় শব্দের আকাশে তুমি আকাশলীনা
শুধু কল্পনা নও স্বপ্নপরী।
প্লিস তুমি আকাশ ধরতে চেও না ,হারিয়ে যাবে
সরে এসো পৃথিবীর মাটির অন্তরে
অন্য আকাশে।


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...