Friday, December 26, 2014

RISHI026@GMAIL.COM

উত্তাল  ঢেউ
............. ঋষি

ঈশ্বর বোধহয় লেখে নি কখনো
সৃষ্টির আনন্দে অপরুপার প্রেম আনন্দধারায়।
প্রেম এসেছিল এক সমুদ্র পারে
নির্বিকারে ,নিশ্চিন্তে।
উত্তাল ঢেউ অবিরত বুকের উপরে
আছড়ে পরে।

কিন্তু ভুলে যায় ,ভুলে যায়
সমুদ্রে জোয়ার থাকে ,পার যে সরে যায়।
দূরে বহুদূরে ,বারংবার
কিন্তু ফিরে আসে আবার অন্যরূপে।
কিন্তু ভোলা যায় না প্রেম তোমার রূপ
কিছুতেই ফিরে আসা যায় না বন্য স্রোতের মতো।
উত্তাল ছেঁড়া বুকে একই বিশ্বাসে
আমি আছি আমৃত্যু তোমার সাথে।

ঈশ্বর বোধহয় লেখে নি কখনো
সৃষ্টির আনন্দে স্রষ্টার নাম ,শুধু জন্মানো প্রেম।
আমৃত্যু জীবিত অহংকারে
আঘাত করে বারংবার অথচ ফিরে আসে.
কারণ প্রেমের মৃত্যু নেই
সে যে সৃষ্টির আনন্দে গতিশীল জীবনে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...