Sunday, December 7, 2014

rishi026@gmail.com

বেআব্রু নিশিপদ্ম
............ঋষি

অবিভাজিত জীবনের যৌনতার মোড়কে
শহরের ফুটপাথে শহুরে মা,
ভাবনার উদ্রেকে আগুনের ধারায় সন্তানের মুখে স্তন ।
উন্নত কুকুর প্রজাতির মানুষের
মস্তিষ্কের বিকলঙ্গতা
নারীর উরুর ফাঁকে অন্ধকার পৃথিবী।

জীবন্ত জৌলুস মাখা মায়াবী সন্ধ্যায়
শরীরের বিকিকিনি উচচাঙ্গ  মর্গে।
ইলেকট্রনিক্স শয্যায় উলঙ্গ যুবতী শহরের ফুটপাথে
ফুটপাথ ঘেঁষা মেট্রো বারে হাতছানি।
শরীর জড়িয়ে নেশায় মগ্ন শহর আমার
শুধু স্পন্দন ,মুহুর্তের আলিঙ্গন ,দুষিত প্রেম।
লাল রঙের সবুজ আলোয় নিশিপদ্ম
নারীর সাজে সাজানো শহরে উন্মুক্ত যোনিতে।

প্রতিদিন দিনে রাতে যৌনতায় বিকোয়
প্রেম নাম্নী কোনো নারীস্পর্শের নামে।
শরীর যদি প্রেম হয়ে যায়
সময় যদি নেশায় জড়িয়ে যায়।
মায়ের স্তনে কুকরের মর্দন ,চুম্বনে
ভলোবাসা নামতে থাকে বেআব্রু শরীরের দামে।   

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...