Friday, December 19, 2014

rishi026@gmail.com

ঘুম ভেঙ্গে যায়
...........ঋষি

শূন্য পাত্রে জীবনটা গড়িয়ে পরা আকাশের চাঁদ
মুহুর্তের আলিঙ্গনে সাইকেলে ক্রিং ক্রিং কানে।
চিত্কার করতে ইচ্ছে করে
ঘুম ভেঙ্গে যায় ,ঘুম ভেঙ্গে যায়।
বাস্তব ছুঁয়ে তলপেটে ঢুকে যায় জীবনের ছুরি
ঘুম ভেঙ্গে যায়।

বিছানার চাদরে আলতো করে জড়ানো তোমার ঠোঁট
ছাদের সিলিঙে কোনে মাকড়সার বাসা।
জীবন জড়িয়ে যায় ,জীবন জড়িয়ে যায়  
অতৃপ্তি অনিদ্রায় জীবনের পথে।
দুহাতে হাততালি জীবন তোমার নামে
আমরা জনতা জীবিত মৃত স্লোগান স্লিপিং পিল।
লুটিয়ে পরি লজ্জায় ,বিছানার চাদর আঁকড়ে
আরেকবার আরেকবার জীবন তোমার নামে।

শূন্য পাত্রে নেশার মত কোনো পর্ণ  ছবিতে চোখ রাখি
নামতে থাকি নিচে ,আরো নিচে।
ওঠার সময় জীবন গড়িয়ে পরে
বেহাল বজ্জাত স্পর্শের অছিলায় অজস্র অনুরন।
চোখে জল গড়ায়
গড়িয়ে  পরে নোনা লাল অহংকার । 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...