Sunday, December 21, 2014

RISHI026@GMAIL.COM

পাগল প্রেমে
................ ঋষি
====================================
মুহূর্তরা ফিরে আসে না
যখন আকাশের চাঁদ গড়িয়ে নামে তোর ঠোঁটে।
আমার স্পর্শগুলো জড়িয়ে ধরে তোকে
তখন ভালোবাসা এক গলা জলে দাঁড়িয়ে চিত্কার করে।
খুঁড়তে চাই তোর বন্য রূপের মাঝে নিজেকে
আর ভালোবাসতে থাকে তোকে।

স্পর্শের আগুনে পারদে প্রেমে বিদ্রোহ
মুহুর্তদের কোলাহলে আকাশে রোদে বৃষ্টি।
যখন তখন যেমন খুশি পাওয়া যায় তোকে
বলতে পারিস পাগল আমায়।
বলতে পারিস হৃদয় আমায়
কিন্তু তুই ছেড়ে চলে যাস আমায় বারংবার।
কিন্তু তুই নিঃস্ব করে যাস আমাকে  গভীর প্রেমে
আমি আকাশ রোদে বৃষ্টি।
ভিজতে থাকি আপনমনে তোর প্রেমে
তোকে ভালোবেসে।

মুহূর্তরা ফিরে আসে না
ফিরে আসা আস্তানায় জানলার গরাদ ঢাকা আকাশ।
আমার স্পর্শগুলো  তোকে ছুঁতে চাই
তোর গভীরে মাটি খুঁড়ে নিজেকে ফিরে পেতে চাই।
ভালোবেসে ,কাছে আসে আরো গভীরে কোথাও
তোকে স্পর্শ করতে চাই পাগল প্রেমে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...