Wednesday, December 3, 2014

RISHI026@GMAIL.COM

আরেকটা দিন
............ঋষি
প্রিয় বলেছি প্রিয়তমা তোকে
শহরের দরজায়  সন্ধায় এক বুক আলো।
এক ফুটপাথ
ভেসে যাওয়া লোভ।
ভেসে যাওয়া লোভ
তোর বুকে মাথা স্বপ্নিল কিছু।

আগন্তুক আগামীর নিস্তব্ধ কোলাহলে তোর ঠোঁট ছুঁয়ে
নরম উষ্ণতায় লালচে আভা।
আমার শহরে লেগে অজস্র ক্ষতে
আজ বরফের স্পর্শ।
কোনো নাম না জানা সুনামির উত্তাল ঢেউ
একের পর এক এই বুকে।
একলব্যে নিশ্চিদ্র বিশ্বাসে মতন আর স্বপ্ন তুই
আমার প্রেম।

প্রিয় বলেছি প্রিয়তমা তোকে
আমার শহরের দরজায়  আজ বিষুব রেখা।
দুপাশে সমকেন্দ্রিক লব্ধতায়
একি আকাশে লুব্ধক আমাদের চোখের মনিতে।
আরো কিছুদিন তারপর চলা
আমাদের শেষের শুরু আরেকটা দিন। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...