Sunday, December 28, 2014

RISHI026@GMAIL.COM

নতুন অধ্যায়
............... ঋষি
=================================
জীবন্ত ভাবাবেগে উত্তাল কবিতার পাতায়
তোকে ছুঁয়ে নেমে আসা ভাবনাদের আলোর প্রদীপ।
ভীষণ সুন্দর স্পন্দনগুলো
আলোর ঝরনার মতো  তোর উপস্থিতি।
আমি অন্ধকার হতে চাই না
তোকে জড়িয়ে আলোকময় হোক এই জীবন।

তোর অগোছালো শব্দের আদিমতায়
তোর শরীরের গন্ধে মাতাল হৃদয়ের তারে।
বাজতে থাকা হৃদয়ের সুরে
জড়িয়ে নামা স্নেহ ,বেঁচে থাকার গভীরতায় উত্সমুখী।
উজ্বল অদ্ভুত সুন্দরী তুই
আমার জীবনে এক নতুন আলো।

জীবন্ত ভাবাবেগে উত্তাল কবিতার স্রোতে
আমি ভেসে যেতে চাই তোর সাথে বহুদূর।
যেখান থেকে ফেরা যায় না
যেখান সেই আলোর উত্সমুখ।
সুপ্রভাত জীবন তোর সাথে
নতুন অধ্যায় ,তোকে ভালোবেসে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...