Sunday, December 7, 2014

RISHI026@GMAIL.COM

একলা অসময়
.............. ঋষি

ভালোবাসার পয়মন্ত খেয়ালে
কখন যেন গুটিকয়েক পায়রার বকবাকুম ,বকবাকুম,
অনন্ত শৃঙ্গার থেকে ভেঙ্গে পরা মাস্তুল।
হৃদয়ের কাঁচের অজস্র স্পন্দনে ক্ষরিত রক্ত
বয়ে যায় নিঃস্ব নদীর মতন একাকী জোছনায়।

হাসি পায় ,যখন কেউ  ভালোবাসে
হাসি পায় ,যখন কেউ কাছে আসে।
স্পর্শের রেশের অনন্ত ভূমিকায় মুখগুলো
সরে সরে যায় ,একলা পর্দায়।
শুনেছি ভালোবাসা এমন হয়
কোনো অতৃপ্ত হাহাকারের মত অসম্পূর্ণ ,
তোমাতে ,আমাতে দোলা দেয়
একলা অসময়।

ভালোবাসার শরীরে রক্ত বন্যা
জোছনা অন্ধকারে পাহাড়ি কোনো পথের মতন।
জড়িয়ে ধরে হৃদয়ের চারিপাশে
অমূল্য অজগর
ভালোবাসা শুধু কড়া নেড়ে যায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...