Sunday, December 21, 2014

rishi026@gmail.com

বোবা রৌদ্র
........... ঋষি
=========================.
কেউ বৃষ্টিতে ভিজে রৌদ্র হতে পারে
বুকের ছেঁড়া বোতামের ঘরে,
কজন নিজের জীবন রাখতে পারে।
আগুনে প্রেমে ,প্রেমের আগুনে পুড়ে
কজন সময় মাড়িয়ে যেতে পারে ,
কজন নিজেকে আরো পোড়াতে পারে।

হাসলে পরে আমাকে বড় বোকা দেখায়
বোবা রৌদ্ররা জানে সে কথা।
শীতের দিনে তোকে বড় শুকনো লাগে
ভাঙ্গা গিটার বোঝে সে কথা।
সুর যেখানে বেসুরো রঙের  স্বপ্ন
সেখানে কজন স্বপ্ন দেখতে পারে।

আমার কথা ফুরিয়ে গেলে পরে
গোলকের  রং বদলে গেলে পরে,
এমন কেমন পৃথিবী চাইবে তুমি।
ঋতুর মত সময় বদলালে পরে
সুখের কথা অসুখগুলো  জানে ,
কিন্তু অসুখ সেরে গেলে পরে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...