Thursday, December 25, 2014

RISHI026@GMAIL.COM

কোথায় পাব তারে
..............ঋষি

না চাহিলে যাকে পাওয়া যায়
কোথায় পাবো তারে।
ঘুমের ওপারে বাইপাস ঘেঁষা শুকনো আলোরণে
হাত ধরে কাটানো সময় হৃদয়ের স্পন্দনে।
জীবনে এপারে রাখা এক মেঘ আকাশ
অন্যপারে জীবন মাটিতে মেশানো স্পন্দনের নাম।

না হে এই যোগ্যতা আমার নেই
তোর হাত ধরে হেঁটে যাওয়া প্রাচীন সভ্যতার আলোয়।
কয়েকশো শতাব্দীর আলোয় দেখা হৃদয়ে নাম
প্রথম স্পন্দন ,অবিবেচিত আমি নাটকের পরিহাস।
গ্যালারী হাসছে ,পৃথিবীর গ্যালারিতে সবটাই সাজানো
জীবিত মৃতের সরকারী গণনায় নিজস্বরুপ।
আলোকময় হোক জীবন ,ন্যাকামির শান্তি জীবনের গায়ে
পরিস্কার কাঁচের আড়ালে লুকোনো ভাঙ্গা তলোয়ার।

না চাহিলে যাকে পাওয়া যায়
কথায় পাবো তারে।
ধর্মতলার ভিড়ে কিংবা পবিত্র শ্মশানে গন্ধে
একলা হেঁটে যাওয়া শতকের কবিতায়।
জীবনে এপারে রাখা শুধু বেঁচে থাকা
অন্যপারে জীবন মাটিতে শুয়ে কেঁচো,ভালো থাকা। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...